দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলায় ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ ২জনের উপর হামলা-মামলায় গত রবিবার উপজেলার এলাসিন ইউনিয়নের আগএলাসিন গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে আলামিন (৩০) নামের ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে দেলদুয়ার থানা পুলিশ।
জানা যায়, উপজেলার ধলেশ্বরী নদীর উপর নির্মিত শামছুল হক সেতুর আশ-পাশ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে একটি প্রভাবশালী চক্র। এ ব্যাপারে গত ২৪ জানুয়ারী দুপুরে মাটি কাটা বন্ধ করতে মোবাইলকোর্ট পরিচালনা করার উদ্দেশ্যে সহকারী কমিশনার (ভূমি) সূচি রানী সাহা ও তার টিম ঘটনাস্থলে পৌছার আগেই শামছুল হক সেতুর টোল প্লাজার উত্তর পাশ্বের সড়কে মাটি উত্তোলনকারীরা লাঠিসোটা নিয়ে আদালত পরিচলনাকারীদের উপর হামলা চালায়।
এ হামলায় মোবাইল কোর্ট পরিচালনাকারী টিমের সদস্য এলাসিন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) শাহাদত হোসেনসহ নিরাপত্তা কর্মী মোঃ রাজু আহম্মেদ গুরুতর আহত হন। এ সময় মাটি বহনের কাজে নিয়োজিত ১টি ট্রাক ও ১টি ট্রাফি ট্রাকটর আটক করা হয়। এই হামলার ঘটনায় ২৫ ফেব্রয়ারি ১১ জনসহ অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করে দেরদুয়ার থানায় একটি মামলা করা হয়।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা জানান, মোবাইল কোর্ট পরিচালনাকারী টিমের সদস্যদের উপর হামলার মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।