সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল সদর মিডিয়া

নিজস্ব প্রতিবেদক: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির সংবাদ প্রচার করায় সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ এর নামে ডিজিটাল এক্ট আইনে মামলা করে হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে টাঙ্গাইল জেলায় নিয়োজিত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার জাফর আহম্মেদ, সাধারণ সম্পাদক ও আরটিভির স্টাফ রিপোর্টার কাজী জাকেরুল মাওলা, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি আতাউর রহমান আজাদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি কামনাশীষ শেখরসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত হয়ে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় সাংবাদিকরা জানান, ডিজিটাল এক্ট আইন করে প্রতিনিয়তই সাংবাদিকদের কন্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রংপুর বিশ্ববিদ্যালয়ের দূর্নীতির সংবাদ প্রচার করায় সময়টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের নামে মামলা করে তাদের হয়রানী করা হচ্ছে। যা কোনভাবেই সাংবাদিক সমাজ মেনে নিতে পারে না। ইতিপূর্বে আইন মন্ত্রী ডিজিটাল এক্ট আইনে সাংবাদিকদের কোন সমস্যা হবে বলে বারবার জানালেও বাস্তবে এই আইনে সাংবাদিকরাই হয়রানীর স্বীকার হচ্ছেন। তাই অনতিবিলম্বে সময়টিভির বার্তা প্রধান ও সাংবাদিক রতন সরকারের নামে দায়ের করা ডিজিটাল এক্ট আইনের মামলা প্রত্যাহারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা। অন্যথায় আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন তারা।

উল্লেখ্য, পরীক্ষা নিয়ন্ত্রকের তোয়াক্কা না করে ফল প্রকাশ, ফেল করা ছাত্রকে পাশ করানোসহ নানা অনিয়ম, দুর্নীতি ধরা পরলেও বহাল তবিয়তে রয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক। বিতর্কিত সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহর আমলে সংগঠিত এসব অপকর্মের বিচার চাওয়ায় বিশ্ববিদ্যালয়ের দুই সহকর্মীর বিরুদ্ধে মামলা করেন সাবেক ভিসি কলিমুল্লাহ চক্রের প্রভাবশালী সামসুল হক। সময় টিভিতে এসব সংবাদ প্রচারের অভিযোগে সময় টিভির বার্তা প্রধান ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানী করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *