নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে শেখ কামাল আন্তঃস্কুল-মাদ্রাসা অ্যাথলেটিকসের জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৫ ফেব্রুয়ারি দুপুরে জেলা স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশীদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।
মোট ৩২টি ইভেন্টে বালক বালিকাদের ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, চাতকী নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, দীর্ঘ লম্ফ ও উচ্চ লম্ফ অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনায় সহযোগিতা করেন মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার নরুন নাহার ঝিলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনিসুর রহমান আলো, সাখাওয়াত হোসেন, জামিলুর রহমান, বিপ্লব দাস ও মমিনুর রহমান।
প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে জেলার ১২টি উপজেলা পর্যায়ের বিজয়ী স্কুল-মাদ্রাসার ১ম স্থান অর্জনকারী এ্যাথলেটদের নিয়ে ৩২ ইভেন্টে এ্যাথলেটিসে প্রায় ২৫০ প্রতিযোগী অংশগ্রহণ করে। খেলা শেষে বিকালে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু ও জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।