গোপালপুর প্রতিনিধি: গোপালপুর উপজেলার স্বনামধন্য মারকাজুল কোরআন মাদ্রাসার মাদ্রাসার হাফেজ বিভাগের ছাত্রদের পবিত্র কোরআন কারীমের হেফজো শেষে ৭জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়।
৫ ফেব্রুয়ারি রবিবার দুপুরে মারকাজুল কোরআন মাদ্রাসায় ৭জন হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মারকাজুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিকী এর সভাপতিত্বে পাগড়ি প্রদান ও মোনাজাত পরিচালনা করেন মারকাজুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও মধুপুর বাজার মসজিদের সাবেক ইমাম মোঃ সোলায়মান মুখতার। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর খাদিমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মোঃ আব্দুল জলিল, মারকাজুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম-এর পিতা মোঃ আব্দুস সাত্তার প্রমুখ।
হাফেজ ছাত্ররা হলেন- কালিহাতী নগরবাড়ি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মোঃ সামিম আহমেদ, গোপালপুর হাজরাবাড়ি গ্রামের মুজিবুর রহমানের ছেলে মোঃ আব্দুল্লাহ সায়েম, শিমলাশিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে মো. মুজাহিদুল ইসলাম, গারালিয়া গ্রামের মো. শিহাব উদ্দিনের ছেলে শিবলী সাদিক, বাইশকাইল গ্রামের মো. মোহাম্মদ হাবিবুর রহমানের ছেলে শোয়াইব হাসান, ভুয়াপুরের জগৎকুরা গ্রামের বাবুল হোসাইনের ছেলে মো. রাকিবুজ্জামান রিশাত, ঘাটাইল নর্জনা গ্রামের মোশারফ হোসেনের ছেলে মোঃ তরিকুল ইসলাম। এ সময় ছাত্রদেরকে পাগড়ি প্রদান ও ছাত্রদের পিতাদের টুপি প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ কাউসার আহমেদ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাত্রদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।