মাভাবিপ্রবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই এসোসিয়েশন-এর বনভোজন অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর শিক্ষা

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত হয়েছে বার্ষিক বনভোজন তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ৩ ফেব্রুয়ারি, শুক্রবার গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত ছুটি রিসোর্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের এক মিলনমেলায় পরিণত হয়। দিনভর নানা খেলাধুলা, ফান গেমসসহ নানা আয়োজনে শেষ হয় বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এ আয়োজন।

বনভোজনকে সাফল্যমন্ডিত করতে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়রিং বিভাগের অধ্যাপক ইঞ্জি. ড. আব্দুল্লাহ আল মামুন, সহযোগী অধ্যাপক ইঞ্জি. ড. মাহবুবুল বাশার, সহযোগী অধ্যাপক ইঞ্জি. আবু বকর সিদ্দিকী এবং অ্যালামনাই এর সভাপতি ইঞ্জি. মিরাজুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ইঞ্জি. আমিত সরকারসহ প্রথম ব্যাচ থেকে ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা। এছাড়া এ আয়োজনে উপস্থিত ছিলেন কালার কনসার্ন এর সিইও ইঞ্জি. হায়দার আলী। বিভাগের সম্মানিত শিক্ষক ও কালার কনসার্নের কর্ণধারকে স্বাগত পুরস্কার দেওয়া হয়।

শিক্ষার্থীদের জন্য লটারি ও কনসার্টের মাধ্যমে আয়োজন শেষ হয়। কনসার্টে অংশগ্রহণ করেন এমবিএসটিইউ ব্যান্ড মিউজিক সোসাইটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *