আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক শামসুল হকের জন্মবার্ষিকী পালিত

ইতিহাস ও ঐতিহ্য কালিহাতী

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নানা আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ভাষাসৈনিক শামসুল হকের ১০৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এদিকে শামসুল হকের আমেরিকা প্রবাসী দুই মেয়ে প্রায় ৭০ বছর পর প্রথমবারের মতো টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কদিমহামজানি যোকারচর কবরস্থানে বাবার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৫৩ সালে ভাষা আন্দোলনের পর কারাবন্দি শামসুল হকের স্ত্রী আফিয়া খাতুন দুই শিশুকন্যা নিয়ে দেশত্যাগ করেন।

১ ফেব্রুয়ারি দুপুরে শামসুল হকের দুই মেয়ে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. শাহিন ফাতেমা দিল নাসার অ্যাস্ট্রোফিজিসিয়েস্ট ড. শায়েকা দিল ভার্টিলেক তাদের আত্মীয়স্বজন এবং স্থানীয় লোকজন নিয়ে কবর জিয়ারত করেন। তারা বাবার কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবদেন করেন।

এর আগে তারা শহরের শামসুল হক তোরণে পুষ্পস্তবক অর্পণ এবং এলেঙ্গায় অবস্থিত শামসুল হক মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে অংশ নেয়। তারা সেখানে বাবার জন্মদিনের কেক কেটে দিবসটি উদযাপন করেন।

প্রসঙ্গত ২০০৭ সালের ২৩ জুন ‘নিখোঁজের ৪২ বছর পর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও কবরের সন্ধান লাভ’ শিরোনামে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হয়। সংবাদটি সে সময় দেশের রাজনীতিতে সাড়া ফেলে। এর পর থেকেই প্রতিবছর শামসুল হকের মৃত্যুবার্ষিকী ও জন্মবার্ষিকী নিয়মিত পালন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *