সুবিধাবঞ্চিত মানুষের জন্য চালু হলো ‘১০ টাকায় হোটেল’

টাঙ্গাইল সদর সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের জন্য চালু করা হয়েছে ‘১০ টাকার হোটেল’। আজ সোমবার টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালী গ্রামে এ হোটেল উদ্বোধন করা হয়। এখানে ১০ টাকার বিনিময়ে নিম্ন আয়ের মানুষ ডিম-খিচুড়ি বা মুরগি-খিচুড়ি বা মুরগির মাংস দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন।

শিশুদের জন্য ফাউন্ডেশন পরিচালনা করছে সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক জোগানের জন্য প্রতিষ্ঠিত ‘ক্যাফে ৭১’ নামের একটি প্রতিষ্ঠান। ‘১০ টাকার হোটেলে’ প্রথম দিনে পেট ভরে খেয়েছেন ১০০ জন নিম্ন আয়ের মানুষ।

হোটেলে খেতে আসা দিনমজুর হাবিবুল্লাহ বলেন, বাইরে এ খাবার খেতে ৫০-১০০ টাকা লাগত। আর এখানে মাত্র ১০ টাকায় খেতে পেরেছেন। রিকশাচালক কাশেম মিয়া বলেন, দামি হোটেলে বসে ভালো-মন্দ খাওয়ার ভাগ্য হয় না। আজ এখানে খেয়ে খুব ভালো লাগছে।

হোটেলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন আবইয়াজ সাইফ, আহসান খান মিলন, রাইয়ান, রাদিত আহম্মেদসহ সাতজন। স্বেচ্ছাসেবী রাদিত আহম্মেদ বলেন, ‘এ আয়োজনে সম্পৃক্ত হতে পেরে এবং নিজ হাতে খাবার সরবরাহ করে আমি খুবই আনন্দিত।’

স্বেচ্ছাসেবক আবইয়াজ সাইফ বলেন, নিজেরাই রান্না করে আমরা খাবার প্রস্তুত করেছি। আপাতত তিনটি মেনু থাকলেও ভবিষ্যতে আরও আইটেম যুক্ত করা হবে। প্রথম দিন প্রায় ১০০ নিম্ন আয়ের মানুষ এ হোটেলে খাবার খেয়েছেন।

‘১০ টাকার হোটেল’-এর প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ বলেন, আর্থিক সংকটে সুবিধাবঞ্চিত মানুষেরা রেস্টুরেন্টে বসে খেতে পারেন না বা লজ্জায় যান না। তাঁদের জন্যই এ উদ্যোগ। ভর্তুকি দিয়ে নামমাত্র মূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে। সমাজের বিত্তবান মানুষেরা সহযোগিতার হাত বাড়ালে নিয়মিতই এমন আয়োজন করা যাবে। আপাতত সপ্তাহে প্রতি সোমবার এ হোটেল চালু থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *