মির্জাপুরে রাতের অন্ধকারে পাহাড়ী লাল মাটি লুট, গ্রেপ্তার ৮

পরিবেশ মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে রাতের অন্ধকারে পাহাড়ী লাল মাটির টিলা ও সমতল ভূমি কেটে মাটি চুরির অপরাধে ৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাটি বোঝাই ৫টি ড্রাম ট্রাকও জব্ধ করা হয়। শনিবার রাতে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের পাঁচগাও এলাকায় থানা পুলিশের সহায়তায় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এ ব্যাপারে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুামর সূত্রধর বাদী হয়ে এসব মাটি লুটকারীদের বিরুদ্ধে রবিবার দুপুরে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মির্জাপুর উপজেলার গোড়াই গন্ধব্যপাড়া গ্রামের বিপ্লব সরকার (২৫), আজগানা গ্রামের নাহিদ সিকদার (১৫), গোড়াই সৈয়দপুর গ্রামের জালাল মিয়া (৪৫), বেলতৈল গ্রামের ফারুক মোল্লা (২৪), একই গ্রামের খাইরুল ইসলাম (২১), আলামিন (২৪), গাজীপুর জেলার টুঙ্গি থানার পলাসোনা গ্রামের মামুন মিয়া (২৮) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার তালুক ঘোড়াবান্ধা গ্রামের মো. মাজু শেখ (২৭)। গ্রেপ্তারকৃতরা উপজেলার উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল ও তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা নয়াপড়া জনৈক শবদের মেম্বারের বাড়ীর দক্ষিন পাশের পাহাড়ী টিলা ও সমতল ভূমি হতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাকে ভরে বিভিন্ন ইটখোলায় বিক্রি করে থাকে।

এ ব্যাপারে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর বলেন, গ্রেপ্তারকৃতরা রাতের আধারে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে পাহাড়ী টিলা ও সমতল ভূমির মাটি কেটে নিয়েছে, যা পরিবেশের জন্য হুমকি স্বরুপ। এ অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মির্জাপুর থানার পরিদর্শক তদন্ত মোঃ গিয়াস উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আটজনকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *