চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ভারতের লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল ও তার স্ত্রী ধনশ্রী ভার্মা। দীর্ঘদিনের মতানৈক্যের পর সম্প্রতি বান্দ্রা আদালতের রায়ের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে আলাদা হয়েছেন।
বর্তমানে আইপিএল নিয়ে ব্যস্ত চাহাল, আর ধনশ্রী মন দিয়েছেন বলিউডে। সম্প্রতি অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে ‘ভুল চুক মাফ’ সিনেমার আইটেম গান ‘টিং লিং সাজনা’-তে নেচে আলোচনায় এসেছেন তিনি। গানের শুটিংয়ের ঝলক সামাজিক মাধ্যমে শেয়ার করে ধনশ্রী জানান, “রঞ্জনের ব্যাচেলর পার্টিতে দেখা হবে ৯ মে।”
চিকিৎসক ও নৃত্যশিল্পী হিসেবে পরিচিত ধনশ্রী বলিউডে নিজের অবস্থান পাকা করতে ব্যস্ত, অন্যদিকে চাহাল আইপিএল-এ মাঠে পারফরম্যান্সে মনোযোগী।