কোপা দেল রে ফাইনালে রেফারির প্রতি অসদাচরণ করায় রিয়াল মাদ্রিদের জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগারকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
বার্সেলোনার বিপক্ষে উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে অতিরিক্ত সময়ে রেফারির একটি সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বেঞ্চ থেকে উঠে রুডিগার রেফারির দিকে বরফের টুকরো ছুড়ে মারেন। বিষয়টিকে ‘হালকা সহিংসতা’ বিবেচনায় নিষেধাজ্ঞা দেয় আরএফইএফ।
এদিকে, একই ম্যাচে পাওয়া হাঁটুর চোটের কারণে রুডিগারের মঙ্গলবার (২৯ এপ্রিল) অস্ত্রোপচার হয়েছে। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, যা চলাকালেই নিষেধাজ্ঞার মেয়াদ কেটে যাবে।
রুডিগার ছাড়াও ম্যাচ শেষে আরও কয়েকজন খেলোয়াড় রেফারির সঙ্গে অসন্তোষ প্রকাশ করেন বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম।