ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেলেও, সিনেমাটির নেগেটিভ রিভিউয়ের কারণে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল।
গতকাল রাজধানীর উত্তরার সিনেপ্লেক্সে ‘দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে প্রযোজক বলেন, কিছু ব্যক্তিরা সিনেমাটির নেগেটিভ রিভিউ ‘দাগি’ নামে চালিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন, যা সঠিক নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এমন কার্যক্রমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
‘দাগি’ সিনেমাটি আলফা আই প্রযোজিত, নির্মাণ করেছেন শিহাব শাহীন এবং এতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহিদ্দুজামান সেলিম, গাজী রাকায়েত, ও রাশেদ মামুন অপু।