দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে নানা সমালোচনার মুখে পড়লেও কখনো নিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের সম্মুখীন হননি সাকিব আল হাসান। তবে গত ডিসেম্বরে কাউন্টি ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা পাওয়ার পর চাপের মুখে পড়েন। পরে কঠোর পরিশ্রমের পর ৯ মার্চ ইংল্যান্ডে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বোলিংয়ের অনুমতি পান।
নিষেধাজ্ঞার সময়টা নিয়ে সাকিব বলেন, "গাড়ির পার্টস যেমন নষ্ট হয়, ঠিক তেমনই আমারও সমস্যা হয়েছিল, যা ঠিক করে নিয়েছি।"
তিনি আরও বলেন, "অনেক ওভার বোলিং করায় কাঁধে ক্লান্তি এবং আঙুলে ব্যথা ছিল। ফিটনেসও সেরা অবস্থায় ছিল না। তবে সবকিছু মিলিয়ে এটি হওয়া স্বাভাবিক।"
এখন নতুন শুরুর জন্য প্রস্তুত সাকিব, এবং আবারও মাঠে ফিরতে চান।