দেশটা কেমন যেন ধ্বংসের পথে – বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী

নির্বাচন রাজনীতি সখিপুর

সখীপুর প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, দেশটা কেমন যেন ধ্বংসের পথে। কয়দিন আগে কলকাতায় এক এমপিকে নাকি ৮০ টুকরা করেছে। আওয়ামী লীগের একজন এমপিকে ৮০ টুকরা করে, যার মাংস পাওয়া যায় না। যে যতই বলুক, যদি লাশ না পাওয়া যায়, তাহলে মামলাটি দুর্বল হবে। মামলায় আলামত লাগবে। আমরা কী রকম ভালো মানুষ যে আমাদের ৮০ টুকরা হতে হয়? কী রকম ভালো মানুষ সংসদে গেছে? কী রকম ভালো মানুষ আওয়ামী লীগের এমপি হয়েছে?

রবিবার, ২৬মে রাত ৮টায় উপজেলার হারিঙ্গাচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সানোয়ার হোসেনের (গামছা প্রতীক) পক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

দেশের উন্নয়ন প্রকল্পের নানা অনিয়মের চিত্র তুলে ধরে বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, দেশে কোনো উন্নয়ন হয় নাই, কিছু দালান-কোঠা হয়েছে। বিদেশে ছেলেরা থাকে, তারা কিছু টাকা পাঠায়। ওই টাকা দিয়ে সরকার ফুটানি করে। যখন একটা সরকারি প্রজেক্ট হয়, তারা অর্ধেক চুরি করে। যদি কোনো প্রকল্পে টাকা লাগে এক কোটি, তারা ধরে রাখে চার কোটি। বাকি টাকা চুরি করে। এক কোটিরও (টাকা) কাজ করে না। কীভাবে যে দেশটা চলছে–একটু গভীরভাবে না ভাবলে চলে না।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন আপনাদের কাছে একটা পথ খোলা আছে। সেটা হচ্ছে, প্রতিবাদ করতে হবে, না হলে গামছায় ভোট দিতে হবে। আগামী ৫ জুন গামছা প্রতীকে ভোট দিলে সরকার যা খুশি তা করতে পারবে না।

পথসভায় আরও বক্তব্য দেন কালিহাতী উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান কাদের সিদ্দিকীর ছোটভাই আজাদ সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সানোয়ার হোসেন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান প্রমুখ।

উল্লেখ্য, সখীপুর উপজেলা পরিষদের তিন পদে আগামী ৫ জুন চতুর্থ ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চারজনসহ মোট ছয়জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে চারজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *