মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় একদিনের ব্যবধানে সাপের কামড়ে পৃথক স্থানে দুই গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর ও থলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুই দিনের ব্যবধানে একই এলাকায় দুই গৃহবধূ সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় এলাকায় সাপ আতঙ্ক ছড়িয়ে পরেছে।
বৃহস্পতিবার, ১৬ মে বিকালে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (১৪ মে) ও বুধবার (১৫ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ফতেপুর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী আরিফা বেগম (২২) ও থলপাড়া গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রুলিয়া বেগম (৪০)।
জানা গেছে, বুধবার রাতে রুলিয়া বেগম তার বসতঘরের সোফায় বসে খাবার খাচ্ছিলেন। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে বিষয়টি পরিবারের লোকজনদের জানালে তারা স্থানীয় এক ওঝাকে দিয়ে ঝাড়ফুঁক করান। এ সময় রুলিয়া বেগম অচেতন হয়ে পড়েন। একপর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।
এদিকে, মঙ্গলবার বিকালে গৃহবধূ আরিফা তার বাড়ির পাশে বসে তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিলেন। এ সময় একটি বিষধর সাপ এসে তার পায়ে কামড় দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ফতেপুর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুর রউফ বলেন, গতকাল সাপের কামড়ে এক গৃহবধূ হাসপাতালে নেওয়ার পথে এবং অপরজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। পরে স্থানীয় গোরস্থানে দুইজনের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফরিদুল ইসলাম বলেন, ফতেপুর ইউনিয়নে সাপের কামড়ে দুই গৃহবধুর মৃত্যু হয়েছে। একজন টাঙ্গাইল সদসর হাসপাতালে মারা যান এবং একজন মির্জাপুর কুমুদিনী হাসপাতালে আনার পথে মারা যান। তিনি আর বলেন, এখন প্রচন্ড গরম, গর্ত থেকে সাপ বের হয়ে খোলা জায়গা বা লোকালয়ে আসে। তিনি এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।