নিজস্ব প্রতিবেদক: উত্তরবঙ্গমুখী মানুষের ঈদ যাত্রা এবারে অনেক ভালো হবে বলে মন্তব্য করে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেছেন, অন্যান্য বছরের চেয়ে এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তির হবে। ঈদে ঘরমুখী মানুষ যাতে কোন প্রকার দুর্ভোগ ছাড়াই নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে সে জন্য হাইওয়ে পুলিশে সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় গাড়ি ঈদের সময় বেশি চলে আসে এবং যানজটের কারণ হয়। সেই ব্যাপারে কিন্তু আমরা কাজ করছি এক দেড় মাস আগে থেকেই। এমন কি কঠোরভাবে কাজ করছি। এ সমস্ত গাড়ির বিরুদ্ধে হিউস পরিমাণে আইনি ব্যবস্থা নিচ্ছি।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়ক পরিদর্শনে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে সাংবাদিকদের প্রশ্নের বিভিন্ন জবাবে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন খান বলেন, মহাসড়কে কোনো প্রকার লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না। এই অকেজো গাড়ির বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে যারা মালিক আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন এই ধরনের গাড়ি রাস্তায় না নামান। সাধারণ মানুষের প্রতি আহ্বান থাকবে কেউ যেন ট্রেন বা বাসের ছাদে না উঠে। কারণ আগে জীবন তারপর ঈদের আনন্দ।
এ সময় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের সাথে উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমান, গাজীপুর রিজিউনের পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিপিএম প্রমুখ।