
রাজধানীর ধানমণ্ডি থানায় চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার মডেল মেঘনা আলম মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন। কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
মেঘনা আলমকে ৯ এপ্রিল রাতে বসুন্ধরার বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ গ্রেফতার করে। পরের দিন বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের রিমান্ড মঞ্জুর হলেও সঠিক অভিযোগ বিস্তারিত না জানানোয় ব্যাপক আলোচনা–সমালোচনা সৃষ্টি হয়েছিল।
১৫ এপ্রিল চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়। মেঘনা আলম ও তার সহযোগী ব্যবসায়ী মো. দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এক বৈদেশিক কূটনীতিকের কাছে পাঁচ মিলিয়ন ডলার দাবি করার অভিযোগ আনা হয়। মামলায় ১৭ এপ্রিল আদালত তাকে কারাগারে আটকের আবেদন মঞ্জুর করেন।
এবার সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসি এমএম) মো. সানাউল্লাহর আদালতে জামিন আবেদন করলে, মঙ্গলবার সন্ধ্যায় তা মঞ্জুর করা হয়। সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে মেঘনা আলম কারাগার থেকে বের হয়ে যান।
এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে, এবং অন্য আসামিদের গ্রেফতারের অভিযানে পুলিশ তৎপর។