
দীর্ঘদিন পর্দার বাইরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনুর চাঁদনী। বিশেষ দিনগুলোয় কিছু নাচের অনুষ্ঠানে অংশ নিলেও অভিনয়ে ছিলেন অনিয়মিত। তবে অবশেষে সেই বিরতিতে ইতি টেনে ফিরলেন তিনি অভিনয়ে।
ঈদ উপলক্ষে নির্মিত নাটক ‘তুমি আমি ও সে’-এর মাধ্যমে পর্দায় ফিরলেন চাঁদনী। নাটকটি পরিচালনা করেছেন অভিনেতা আজিজুল হাকিম। এতে চাঁদনীর বিপরীতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল।
নাটকের গল্প লিখেছেন আজিজুল হাকিমের স্ত্রী, অভিনেত্রী ও নির্মাতা জিনাত হাকিম। দীর্ঘ বিরতির পর এটি আজিজুল হাকিমের পরিচালনায়ও ফেরা।
নাটকের কাহিনি ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ফেরত এক যুবককে ঘিরে, যিনি দেশে ফিরে এক মেয়ের প্রেমে পড়েন। কিন্তু তার পরিবার চায় ছেলেটি যেন যুক্তরাষ্ট্রেই বিয়ে করে। এ নিয়ে সৃষ্টি হয় টানাপোড়েন।
চাঁদনী বলেন, “চরিত্রটির মধ্য দিয়ে একজন নারীর স্বাধীনতাকে তুলে ধরা হয়েছে। গল্প ভালো লেগেছে বলেই ফিরলাম। এখন আর সংখ্যার জন্য কাজ করতে চাই না।”
তিনি আরও জানান, আজিজুল হাকিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ছিল বেশ উপভোগ্য।