ভাইরাল ছবিতে বিতর্কের কেন্দ্রে সাদিয়া আয়মান ইউরোপ ভ্রমণে ব্যস্ত অভিনেত্রী

ভাইরাল ছবিতে বিতর্কের কেন্দ্রে সাদিয়া আয়মান ইউরোপ ভ্রমণে ব্যস্ত অভিনেত্রী

বিনোদন

সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, এক নারী পুলে ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছেন। অনেকে দাবি করছেন, ছবির নারী সাদিয়া আয়মানই।

 

একটি ফেসবুক পেজ থেকে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লেখা হয়—‘জাতির ক্রাশ ভাইরাল প্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান’। মুহূর্তেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, শুরু হয় নানা আলোচনা ও গুজব।

তবে এসব বিতর্কের তোয়াক্কা না করে নিজের মতোই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি ইউরোপ ভ্রমণে ব্যস্ত রয়েছেন তিনি। কিছুদিন আগে তাকে দেখা যায় বেলজিয়ামের ব্রাসেলসে, আর গতকালই ফেসবুকে পোস্ট করে জানান দেন, তিনি এখন আছেন নেদারল্যান্ডসে। বইজম্যানস ভ্যান বেউনিনগেন মিউজিয়ামের সামনে তোলা একাধিক ছবি পোস্ট করে লেখেন, ছবিগুলো তুলেছেন এক ‘অজ্ঞাত’ ব্যক্তি।

ভাইরাল হওয়া ছবিগুলো নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি। বরং তার এই সফর আর পোস্ট করা ছবিগুলো উপভোগ করছেন ভক্তরা। অনেকেই মন্তব্য করছেন—‘অসাধারণ লাগছে আপনাকে’, ‘ভ্রমণটা দারুণ উপভোগ করছেন মনে হচ্ছে’ ইত্যাদি প্রশংসা।

এদিকে সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত নাটক ‘লাইজু’-তেও চলছে প্রশংসার বন্যা। নাটকে সাদিয়া আয়মানের অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে। এক ভক্ত লেখেন, “সাদিয়া আইমান চরিত্র খোঁজেন না, বরং চরিত্রই তাকে খোঁজে! তার এক্সপ্রেশন, সংলাপ আর উপস্থিতি নাটকটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।”

‘লাইজু’ নাটকের গল্পে দেখা যায়, লাইজু নামের এক হারিয়ে যাওয়া মেয়ের খোঁজে একটি গ্রামে তৈরি হয় রহস্য ও আবেগময় পরিস্থিতি। মেয়েটি কথা বলতে পারে না, আর মাইকিং করে জানানো হয়—যদি কেউ খোঁজ পান, তাহলে তাকে কাবিলপুর বাজারের চিশতী ফকিরের কাছে পৌঁছে দিতে অনুরোধ করা হয়। এভাবেই গল্প এগিয়ে যায়।

নাটকটি পরিচালনা করেছেন কে পরাগ, প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মুশফিক আর ফারহান এবং শরাফ আহমেদ জীবন।

সমালোচনার মুখে থাকা সত্ত্বেও, সাদিয়া আয়মান তার পেশাগত কাজ এবং ব্যক্তিগত সময়—দুটোই দারুণভাবে উপভোগ করে যাচ্ছেন, এমনটাই বলছেন তার অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *