
জনপ্রিয় অভিনেতা সোহেল খান এবার মফস্বলে সিনেমাহল তৈরির পরিকল্পনার কথা জানালেন। ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত তিনটি ছবি— ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’— দেখেছেন তিনি এবং প্রশংসা করেছেন সবকটির।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহেল বলেন, “সরকারি উদ্যোগ ছাড়া সিনেমাহল রক্ষা সম্ভব নয়। আমার ইচ্ছে, মফস্বল শহরে একটি সিনেমাহল নির্মাণ করব।”
নিজের অভিনীত ‘জংলি’ প্রসঙ্গে সোহেল বলেন, “সিনেমাটিতে সব উপাদানই রয়েছে— নাচ, গান, অ্যাকশন। সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।”
সোহেল খান প্রায় এক যুগ আগে বাংলালিংকের একটি বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় আসেন। এরপর অসংখ্য নাটক ও কয়েকটি সিনেমায় কাজ করে অর্জন করেছেন জনপ্রিয়তা। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন নাটক ‘তেল ছাড়া পরোটা’।