![](https://somoytaronganews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে রড ও রাজমিস্ত্রি শ্রমিক অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ওয়াহাব নামের এক মুরগি ব্যবসায়ীসহ দুর্বৃত্তদের বিরুদ্ধে।
শনিবার, ৮ ফেব্রুয়ারি বিকেলে সদ্য মৃত্যুবরণ করা সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার দোয়া মাহফিলে খিচুড়ি দেয়া-নেয়াকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাটি ঘটে। হামলায় সংগঠনের আট-দশজন শ্রমিক আহত হয়। এর মধ্যে গুরুতর আহত বুলবুল, কালাম ও মনির নামের তিনজন শ্রমিককে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল জেলা রড ও রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন জানান, আজ সদ্য মৃত্যুবরণ করা আমাদের সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেল চারটার দিকে খিচুড়ি না দেয়ায় পার্ক বাজারের মুরগি ব্যবসায়ী ওয়াহাব আমাদের এক শ্রমিককে মারধর শুরু করে। মারধরের কারণ তাকে অফিসে জিজ্ঞাসাবাদ করাকালে তার বাহামভুক্ত প্রায় ২৫ থেকে ৩০জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। হামলায় আমাদের আট থেকে দশজন শ্রমিক আহত হয়। হামলায় গুরুতর আহত তিনজন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, এ সময় ওয়াহাবসহ হামলাকারীরা আমাদের অফিস কার্যালয়ের চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর, প্রায় ২ লাখ টাকা ও একটি মোটরসাইকেল লুটপাট করে নিয়ে গেছে। এ বিষয়ে নেতৃবৃন্দের সাথে কথা বলে থানায় অভিযোগ দেওয়া হবে।
তবে অভিযুক্ত ওয়াহাবের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।