মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়ন ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এর আগে বিএনপির দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
জানা যায়, এক শতাংশ ভোটারের সম্মতি স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় ভোটার নম্বর ও ভোটারের পরিচয় নিয়ে অসঙ্গতির কারণে প্রাথমিকভাবে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।
শুনানি শেষে শনিবার নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। এর ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসনে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নির্বাচন করতে আর কোনো বাধা থাকল না।
শুনানি শেষে অ্যাডভোকেট মোহাম্মদ আলী (অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট) সাংবাদিকদের উদ্দেশ্যে বলেল, “ আমি টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছি। আমার এক শতাংশ ভোটারের মধ্যে যাচাই-বাছাইয়ে নয়জন ভোটারের তথ্য সঠিক পাওয়া যায়। একজন ভোটারের তথ্য সঠিক না পাওয়ায় আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে আমি যথাসময়ে আপিল করি। আজ বিজ্ঞ কমিশন আমার আপিল শুনানি করেছেন।”
উল্লেখ্য, বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হলেও তা না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ। এছাড়া, এ আসনে একাধিক স্বতন্ত্র প্রার্থীসহ বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন, জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুলল্লাহেল কাফী ও জাতীয় পার্টির ইলিয়াস হোসেন মনির প্রতিদ্বন্দ্বিতা করছেন।