নিজস্ব প্রতিবেদক: সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু)’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
আজ রোববার সকাল ১০টায় প্রথমে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ও দেলদুয়ার উপজেলার সেহরাতৈল গ্রামে বাদ যোহর দ্বিতীয় জানাযা নামাজ শেষে তার মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হবে। তার পিতা মরহুম সামেজ উদ্দিন ও মাতা মরহুমা সুফিয়া খানম।
তার মৃত্যুতে সেতু’র চেয়াম্যান ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, বর্তমান সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, এসএসএস’র চেয়ারম্যান কাজী জাকেরুল মওলাসহ সেতু পরিবার গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, ১৯৭৬ সালে টাঙ্গাইল জেলায় প্রতিষ্ঠার পর থেকে 'সোস্যাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি', যা সংক্ষেপে SATU (সেতু) সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষা এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।