নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার, ৯ ডিসেম্বর সকালে সার্কিট হাউজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর র্যালি বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকল্পা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়।
দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আলীম আল রাজী। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি এডভোকেট জাফর আহমেদসহ এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।