মির্জাপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

অপরাধ আইন আদালত দুর্নীতি পরিবেশ মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি : মির্জাপুরে মেসার্স আইবিএল ব্রিকস ইটভাটার চিমনি স্থায়ীভাবে ধ্বংস করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার, ৮ ডিসেম্বর দুপুরে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার পাথরঘাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভেকু মেশিন দিয়ে অবৈধ ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

 

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ভাটামালিক ইব্রাহীম মিয়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটায় অবৈধভাবে ইটভাটা নির্মাণ করে ইট তৈরি ও পুড়িয়ে আসছিলেন।

বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নজরে এলে সোমবার ভাটাটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ভেকু মেশিন দিয়ে ভাটার কিলন ও চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর ভাটাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম। তিনি বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

এ সময় অন্যদের মধ্যে অভিযানে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জহিরুল ইসলাম, সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক বিল্পব কুমার সূত্রধরসহ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *