ধনবাড়ীতে বাউল গানের অনুষ্ঠান নিরাপত্তার অভাবে পণ্ড হয়ে গেছে

অপরাধ উৎসব ধনবাড়ী শিল্প-সাহিত্য

ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ী উপজেলার যদুনাথপুরে নির্ধারিত বাউল গানের একটি অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় থানা পুলিশের অনুরোধে উদ্যোক্তারা এটি বন্ধ করে দেন।

গত ৭ ডিসেম্বর, রবিবার রাতে যদুনাথপুর পাতলাচড়া যুব সমাজের উদ্যোগে এই বাউল গানের অনুষ্ঠানের আয়োজনের কথা ছিল।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, যদুনাথপুর পাতলাচড়া যুব সমাজের উদ্যোগে প্রতি বছর বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাউল গান, জারি গান, লাঠি খেলাসহ বিভিন্ন ধরণের অনুষ্ঠান করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৭ ডিসেম্বর পাতলাপাড়ায় বাউল গানের দিন ধার্য করা হয়। ওই অনুষ্ঠানে বিখ্যাত বাউল শিল্পি মোবারক সরকার ও সাথি সরকারের গান পরিবেশনের দিন নির্ধারতি হয়। এক মাস আগেই মৌখিকভাবে উদ্যোক্তরা বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করেন।

ধনবাড়ী নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানের সমন্বয়ক এবং বাউল গান অনুষ্ঠানের উদ্যোক্তা ইকবাল হোসেন জুপিটার বলেন, নির্ধারিত দিনে আমাদের অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি ছিল। ধনবাড়ী থানা থেকে ফোন করে অনুষ্ঠানটি দিনে করার পরামর্শ দেওয়া হয়। তা না হলে রাত ৯টার মধ্যে শেষ করতে বলা হয়। তিনি জানান, বাউল গান সাধারণত রাতে শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গানের গভীরতা বাড়ে। দিনে অনুষ্ঠান করার বিষয়ে অপরাগতা জানালে পুলিশ পূর্ণ নিরাপত্তা দিতে পারবে না বলে জানায়।

ইকবাল হোসেন জুপিটার আরও বলেন, ‘অনুষ্ঠান বন্ধ করার জন্য কয়েকটি নামহীন ফোন কল আসে। অজানা আশঙ্কায় অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছি।’ এছাড়া, গ্রেপ্তারকৃত বাউল শিল্পি আবুল সরকারকে নিয়ে দেশে বাউল শিল্পিদের সাথে ইসলামপন্থি বিভিন্ন দলের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি চলছে। এই অবস্থায় তৌহিদী জনতার ব্যানারে অনুষ্ঠানে কোন হামলার ঘটনা ঘটলে আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি হবে।

 

ধনবাড়ী উপজেলা শাখা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক ও বাউল গান অনুষ্ঠানের অপর উদ্যোক্তা মঞ্জুরুল ইসলাম বলেন, প্রতি বছর বাউল গান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোন বছরই সমস্যা হয়নি। এবার পুলিশ প্রশাসন থেকে নানা নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানের দুই দিন আগে বিভিন্ন স্থান থেকে ফোন করা হয় অনুষ্ঠান বন্ধ করতে। প্রশাসনও পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না বলে জানায়। এ কারণে অনুষ্ঠান করতে আমরা উৎসাহ দেখায়নি। যদিও আমাদের অনেক ক্ষতি হয়েছে। কে বা কারা অনুষ্ঠান বন্ধ করতে ফোন দিয়েছে তাদের নাম জানাতে তিনি অপরাগতা প্রকাশ করেন।

ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানের পুর্ন নিরাপত্তা দিতে চেয়েছি। তাদের কোন সমস্যা আছে কিনা জানতে চাওয়া হয়েছে। উদ্যোক্তারাই অনুষ্ঠান করবে না বলে জানিয়েছে। হয়ত এ কারণে অনুষ্ঠান আর হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *