
মধুপুর প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মধুপুরে নির্বাচন মতবিনিময় সভা করেছে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
রবিবার, ১ ডিসেম্বর রাতে মধুপুরের নাগবাড়ী এলাকায় তার নির্বাচনী অফিস উদ্বোধন শেষে দলীয় নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আজাদ বলেন, তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। এই মাদক থেকে তাদের দূরে রাখতে খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই। সেই সাথে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।
মতবিনিময় সভায় মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নূরুল আলম মেম্বার, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এসময় মধুপুর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নসহ ধনবাড়ী-মধুপুরের কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
