ভাসানী বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর পরিবেশ শিক্ষা সেমিনার

মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার, ২৯ নভেম্বর সকাল ১০টায় বিভাগের সেমিনার হলে দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়। এতে দেশের এবং দেশের বাইরের ৪৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শতাধিক গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং টেকসই সম্পদ ব্যবস্থাপনা পুনর্বিবেচনা বিষয় প্রতিপাদ্য করে এবারে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবু জুবায়ের এবং উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান এবং কনফারেন্সের কনভেনর প্রফেসর ড. এ. এস. এম সাইফুল্লাহ।

 

কনফারেন্সের উপজীব্যকে কেন্দ্র করে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট বিজ্ঞানী পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক ড. আবেদ চৌধুরী, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ইমেরিটাস প্রফেসর ড. এটিএম নুরুল আমীন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের প্রফেসর ড. মো. খালেদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বলেন, আজ আমরা এমন এক সংকটময় সময়ে একত্রিত হয়েছি, যেখানে আমাদের সিদ্ধান্তগুলো নির্ধারণ করবে কেবল পরিবেশের গুণগত মানই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কী পৃথিবী রেখে যাচ্ছি তাও। এই সম্মেলন এক অনন্য প্ল্যাটফর্ম, যেখানে বিজ্ঞানী, উদ্ভাবক, পরিবেশকর্মী ও নীতিনির্ধারকেরা একত্র হয়ে জ্ঞান ভাগাভাগি করতে পারেন, বিতর্ক করতে পারেন এবং সমাধানের পথ খুঁজতে পারেন। আজকের দিনটি আপনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন, প্রশ্ন তুলুন, প্রমাণ দিন এবং এমন অংশীদারিত্ব গড়ে তুলুন যা এই সম্মেলনের বাইরেও চলতে থাকবে এবং সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।

আমদের ভুলে গেলে চলবে না, টেকসইতা কোনো গন্তব্য নয়; এটি এক অব্যাহত শিক্ষার, অভিযোজনের ও পরিবর্তনের প্রক্রিয়া এবং কোনো একক দেশ বা সম্প্রদায় একা এই লক্ষ্য অর্জন করতে পারবে না। পরিবেশগত চ্যালেঞ্জগুলোর কোনো সীমানা নেই, তাই আমাদের সমাধানও সীমানাহীন হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *