নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে তারুণ্যের উৎসব উপলক্ষে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও তারুণ্যের উৎসব শুরু হয়েছে।
বুধবার জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জনসেবা চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
বুধবার, ১৯ নভেম্বর দুপুরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো. জাকির হোসেন, প্রোগ্রাম অফিসার কণিকা মল্লিক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফাতেমা বেগম প্রমুখ।
উদ্যোক্তা মেলায় ৩০টি স্টলে দেশীয় পাটের পণ্য, হরেক রকম মিঠা পুলিসহ ঐহিত্যবাহী বিভিন্ন পণ্যের পসরা সাজানো হয়েছে।