নিজস্ব প্রতিবেদক: ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ স্লোগানে টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে ১৩ অক্টোবর, সোমবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে জনসেবা চত্বর ঘুরে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইলের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীন, জেলা স্কাউট এর সাধারণ সম্পাদক আব্দুর জব্বার, এনজিও কর্মকর্তা ওমর ফারুক জোবায়ের প্রমুখ।
আলোচনা সভায় ফায়ার সার্ভিস, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এর সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।