নিজস্ব প্রতিবেদক: স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও এন্টিপদ ৯ম গ্রেড বাস্তবায়নসহ ৫দফা বাস্তবায়নের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৫ অক্টোবর টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস), টাঙ্গাইল জেলা শাখা।
অনুষ্ঠানে লিখিত বক্তব্য পেশ করেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তোফাজ্জল হোসেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সারা দেশে আজ শিক্ষকরা এই সংবাদ সম্মেলন এবং মতবিনিময় সভার আয়োজন করেন। শিক্ষার গুণগত মানোন্নয়নে ইতিপূর্বে গঠিত বিভিন্ন শিক্ষা কমিশনের সুপারিশকৃত স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়নের জোর দাবিসহ বিভিন্ন যুক্তি উপস্থাপন বক্তব্য প্রদান করা হয়। স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর না হবার কারণে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম গতিহীন হয়ে পরছে, সৃষ্টি হচ্ছে নানা জটিলতা।
সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রতিনিধিদের পক্ষ থেকে বলা হয়, আমরা বাড়তি কিছু চাই না। শুধু আমাদের ন্যায্য অধিকার চাই। একসময় যারা মাধ্যমিকের সমপর্যায়ের গ্রেডে ছিল, তারা এখন মাধ্যমিকের উপরের গ্রেডে। তাই আমরা চাই ন্যায্যতা, বৈষম্যহীন পদসোপান। আমাদের দাবি এন্ট্রি পদ নবম গ্রেড এবং চার স্তরীয় পদসোপান। চার স্তরীয় পদসোপান বাস্তবায়িত না হওয়ায় পদোন্নতিতে বড় ধরনের বৈষম্যের শিকার হচ্ছি আমরা। অনেকেই পুরো চাকরি জীবন শেষ করেও উচ্চতর পদে যেতে পারছেন না। তাই আমাদের দাবি, এটি অবিলম্বে কার্যকর করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা শিক্ষকের বিভিন্ন সমস্যা এবং বঞ্চনা নিয়ে আলোকপাত করে নিজের মতামত এবং শিক্ষকদের বিভিন্ন দাবি আদায়ে কিভাবে ফলপ্রসু পদক্ষেপ নেয়া যায় সে সম্পর্কে নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্দুল কদ্দুছ। বক্তব্য দেন বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: রেজাউল করিম, মো: আব্দুল আলীম, মনোরঞ্জন ধর প্রমুখ।
সভায় বক্তারা সরকারি মাধ্যমিক শিক্ষকদের পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে- স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকদের এন্ট্রিপদ নবম গ্রেডে উন্নীতকরণ ও চার শ্রেণির পদোন্নতি, আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন সম্পন্ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল-এর মঞ্জুরী আদেশ প্রদান।
অনুষ্ঠানে শহরের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষাবিদ ও অংশীজনরা উপস্থিত ছিলেন।