হাফিজুর রহমান, মধুপুর প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের মধুপুরের ব্রাক্ষণবাড়ী এলাকায়িএ কর্মসূচি পালিত হয়।
ব্রাক্ষণবাড়ী এলাকায় কর্নেল আসাদুল ইসলাম আজাদ সমর্থক গোষ্ঠী বিএনপি নেতা কর্মী ও সাধারণ জনগনের সাথে মত বিনিময় সভা করেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অব লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ। সভা শেষে ফিতা কেটে স্থানীয় ভাই ভাই ক্লাবের উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে স্মরণকালের অন্যতম কঠিন নির্বাচন। যাদের গত ১৫ বছরের আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি, তারা এখন মনোনয়নের জন্য তৎপর হয়ে তৃণমূলে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারসহ জনগনের এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
কর্নেল আজাদ আরোও বলেন, দেশনায়ক তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র এখনো চলছে। তবে সব বাধা মোকাবেলা করে তিনি খুব শিগগিরই দেশে ফিরে আসবেন, ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফাগুলো বাস্তবায়িত হলে দেশে আবারও গণতন্ত্রের বিকাশ ঘটবে। মানুষের ভোট ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত হবে।
সভায় মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান লুল্লু, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ, বিএনপি নেতা আব্দুল আলিম ভূইয়া, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেনসহ অন্যরা বক্তব্য দেন।
সভায় কর্নেল আজাদ-এর সমর্থক বিএনপি নেতাকর্মীসহ ওই অঞ্চলের জনসাধারণ উপস্থিত ছিলেন।