নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে রিওয়া’র তিনদিনব্যাপী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শণী ও মেলা- ২০২৫ সমাপ্তি হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে শহরের আদালত পাড়া টোটাল অফিস সেন্টারে রুরাল ইনেশিয়েটিভ এন্ড ওয়েল ফেয়ার এসোসিয়েশন (রিওয়া) আয়োজনে তিনদিনব্যাপী এ পণ্য প্রদর্শণী ও মেলা অনুষ্ঠিত হয়।
মেলার সমাপ্তি দিনে ৯জন যুক্তরাষ্ট্রের অধিবাসী মেলা পরিদর্শন করেছেন। যুক্তরাষ্ট্রের পার্টনার ফর ওয়াল্ড হেলথ্ সিইও এন্ড ফাউন্ডার ইলিজাবেথ অ্যানি ম্যাকলান এর সাথে একই দেশের আরো ৮জন উপস্থিত ছিলেন। তারা হলেন- মারিয়েটা ইয়ো এটিনজা, সারা বেলার্ড, আরিয়্যাটা কিলিংজার, অ্যানি বার্ডজার দোলান, এলিন লুইছে কিং, বেবী মিন থিন, জেইল মারিয়ে, কারেন ইলিসা।
পণ্য প্রদর্শণী ও মেলার সার্বিক দায়িত্বপালন করেন রুরাল ইনেশিয়েটিভ এন্ড ওয়েল ফেয়ার এসোসিয়েশন (রিওয়া) সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম।
পণ্য প্রদর্শণীর স্টলগুলো হলো- শেলুর শৈলী বস্ত্রশিল্প, মোবারক হোসেন ফাহিমের ফেব্রিক গ্যালারি বি.ডি, জাহিদের স্বাদের আঁচার, হালিমা ও লতিফা খানমের এমএম মাশরুম ফুড কর্ণার, আন্না আক্তারের সোনালী হস্তশিল্প, ফাতেমা সুলতানা সিদ্দিকীর এমএস ফারিক ফেব্রিক, রুহিদাস পালের ঘাসফুল হ্যান্ড মেইট পেপার ও পটালি, শহিদুল ইসলাম ও রিপন মিয়ার আল-আকসা সুপার সপ, তানহা তানভীর সোনিয়ার হেরিটেকজ বি.ডি, সখের হ্যান্ডিক্রাফট, রাজশাহী থেকে আগত লাভলী খানমের লাভলী বুটিক।
সমাপণী অনুষ্ঠানে রিওয়ার সভাপতি মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের পার্টনার ফর ওয়াল্ড হেলথ্-এর সিইও এন্ড ফাউন্ডার ইলিজাবেথ অ্যানি ম্যাকলান। আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের অধিবাসীদের সহযোগিতায় পরিচালিত মেডিক্যাল মিশনের চেয়ারপারসন মীর রিফাত রেদয়ান। অনুষ্ঠান রিওয়ার কর্মী হেমায়েত হোসেন হিমুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন রিওয়ার সাধারণ সম্পাদক মোঃ মেসবাহ উদ্দিন।
উল্লেখ্য, সেবাই লক্ষ্য এবং উন্নয়নই অঙ্গীকার এই আদর্শকে ধারণ করে বাস্তবভিত্তিক ও যুগোপযোগী কার্যক্রম গ্রহণ এবং বাস্তবায়নের নিরিখে সম্পূর্ন অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান রুরাল ইনেশিয়েটিভ এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন (রিওয়া) কাজ করছে।
রিওয়ার কার্যক্রমে রয়েছে মাছ চাষ, নার্সারি/সবজি চাষ, হাঁস, মুরগি, কোয়েল পাখি পালন, গুরু, ছাগল ও ভেড়া পালন, জৈব ও ভার্মি কম্পোজ সার, তাঁত ও বেঁতশিল্প, মৃৎশিল্প,আইটি স্কুল, সাংস্কৃতিক ক্লাব, হস্তশিল্প ট্রেনিং সেন্টার, লাইব্রেরী, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, কম্পিউটার, ফ্রিল্যান্সিং নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট।