নিজস্ব প্রতিবেদক: সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এস এম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকীকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ফেরত দেওয়া হয়েছে। এ সময় তার স্ত্রী তার সঙ্গে ছিলেন।
শুক্রবার, ৫ সেপ্টেম্বর সকালে বিমানবন্দরে তাকে আটক করা হয়। শাহজালাল বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আজাদ সিদ্দিকী ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সকাল ১০টায় স্ত্রীসহ ব্যাংকক যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। ইমিগ্রেশনে যাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠান।
আজাদ সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।
আজাদ সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বর্তমানে কারাগারে আছেন। গত সপ্তাহে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ-৭১ আয়োজিত একটি গোলটেবিল বৈঠক থেকে তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।