নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর শহরের পার্ক বাজারে অভিযান চালিয়ে একটি দোকান হতে নিষিদ্ধ ঘোষিত ২ হাজার ৬৭১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অপরাধে দোকান মালিক মো. মোন্নাফ মন্ডল (২২), কে ভ্রাম্যমাণ আদালতে ৪৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। সে টাঙ্গাইল সদর উপজেলার বিতুলিয়াপাড়া গ্রামের মৃত হালিমের ছেলে।
সোমবার, ১ সেপ্টেম্বর রাত ৯টা হতে পৌনে ১১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান হয়। সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প এর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারকের দায়িত্ব পালন করেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। এ সময় র্যাব-১৪ সিপিসি-৩ এর সদস্যরা উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন। এসময় সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন উপস্থিত ছিলেন।
পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন।
এ ব্যাপারে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলিথিনগুলো জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।