নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার, ১ সেপ্টেম্বর দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপি’র আয়োজনে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ গ্রহন করতে হবে আমরা যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দলের কার্যক্রম চালাতে পারি। অনেকে দাবী করছে পিআর পদ্ধতিতে নির্বাচন করার। আমরা বলতে চাই জনগণ যেই পিআর বুঝে না সেই নিয়মে কোন নির্বাচন হবে না।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।