নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৩ জুলাই সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ) এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ)-এর প্রোগ্রামার জেবা আফরোজা, টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি শ্রমিক সংগঠনের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য জয়নব বিবি ও সাংবাদিক বোরহান তালুকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ি উৎপাদন একটি ঝুঁকিপূর্ণ ও স্বল্প মুজুরির পেশা। বিড়ি শিল্প দরিদ্র জনগোষ্ঠীকে শোষণ করে চলছে। এছাড়াও তামাকপণ্যের সহজলভ্যতা ও বিজ্ঞাপন বন্ধ না হলে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও কঠোর ও কার্যকরভাবে বাস্তবায়নের দাবি জানান।
এ সময় মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, যুব প্রতিনিধি, তামাক বিরোধী কর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা নীল রঙের টি-শার্ট পরে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।