নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও যুক্তরাষ্ট্র ফেরত তারেক শামস খান হিমুকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
সোমবার, ১৪ জুলাই সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে হিমুকে নাগরপুর থানা পুলিশের হস্তান্তর করা হয়। তিনি নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে।
এ ব্যাপারে নাগরপুর অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, গত বছরের ১০ সেপ্টেম্বর তার নামে নাগরপুর থানায় মামলা হয়। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র থাকার পর সোমবার ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে নাগরপুর থানায় সোপর্দ করে। পরে বিকেলে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঈগল’ প্রতীক নিয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এতে তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটুর কাছে বিপুল ভোটে পরাজিত হন।