২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক হতে চায় ভারত। আগামী গ্রীষ্মেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভারত প্রস্তাব দিলে তা অনুমোদনের সম্ভাবনাই বেশি, কারণ বিসিসিআইয়ের বর্তমান প্রধান নির্বাহী অরুণ সিং ধুমাল আইসিসির কমিটিতে ভারতের প্রতিনিধি, আর বোর্ড সচিব জয় শাহ বর্তমানে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে ২০২১ এবং ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দুটি অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে—সাউদাম্পটনের রোজ বোল এবং ওভাল মাঠে। চলতি বছরের ফাইনালটিও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যেই প্রথম চার দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
তবে ভারতের আয়োজনে ফাইনাল হলে ইংল্যান্ডের গ্রীষ্মকালীন ক্রিকেট সূচিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এছাড়া, ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে ম্যাচ আয়োজন নিয়ে লজিস্টিক্যাল জটিলতা দেখা দিতে পারে। আইসিসি উদ্বিগ্ন—যদি ভারত ফাইনালে না উঠে, তবে ঘরের মাঠে দর্শক আগ্রহ কমে যেতে পারে। অথচ ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রতিটি ফাইনালেই ব্যাপক দর্শক সাড়া দেখা গেছে।
প্রসঙ্গত, গত মাসে জিম্বাবুয়েতে আইসিসির নির্বাহী কমিটির বৈঠকে ২০২৭ সালের ফাইনালের আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করে বিসিসিআই। এদিকে কাশ্মীরে সাম্প্রতিক হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে, যার কারণে ইতোমধ্যেই পাকিস্তান সুপার লিগ স্থগিত এবং আইপিএল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।
এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ভারতের আয়োজনে ফাইনাল হলে নিরাপত্তা এবং নিরপেক্ষ ভেন্যু নিশ্চিত করাও আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
চ্যাম্পিয়নস ট্রফিকে কেন্দ্র করেও একই রকম জটিলতা দেখা দিয়েছে। ভারতের অনুমতি না পাওয়ায় এ বছরের টুর্নামেন্টের সব ম্যাচ এবং ফাইনাল আয়োজন করা হচ্ছে দুবাইয়ে। এমনকি নারী বিশ্বকাপ এবং ২০২৬ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।