ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে যু'দ্ধের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে যু’দ্ধের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা

বিনোদন

ভারত-পাকিস্তান উত্তেজনা দিন দিন আরও তীব্র হয়ে উঠছে। সীমান্তে গোলাগুলি ও ড্রোন হামলার ঘটনায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ ও সেনাসদস্যরা। এমনই এক ঘটনার পরিপ্রেক্ষিতে যুদ্ধবিরোধী অবস্থান নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত হন ২৭ বছর বয়সী ভারতীয় সেনা মুরলী নায়েক। তার মৃত্যুর খবর শেয়ার করে শ্রীলেখা সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমরা আমাদের আরামদায়ক ঘর থেকে মন্তব্য করি, আর ওদের দিতে হয় চূড়ান্ত মূল্য। একটা তরুণ জীবন চলে গেল… এর জবাব কে দেবে? আমি চিৎকার করে বলব, যুদ্ধ বন্ধ হোক! মানবতাকে জাগিয়ে তোলো।”

তিনি আরও লেখেন, “যুদ্ধকে রোমান্টিসাইজ করা বন্ধ করুন। এর পরিণতি কখনোই ভালো হতে পারে না। আমি নৃশংসতার শিকার সব পক্ষের জন্য প্রার্থনা করি। আপনারা অন্তত আত্মসমালোচনা করুন।”

এদিকে শনিবার ভোররাতে ভারতীয় ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা জবাবে পাকিস্তান শুরু করে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’। ভারতের বড় শহরগুলো লক্ষ্য করে ছোড়া হয় ‘ফাতেহ-১’ ক্ষেপণাস্ত্র।

ক্রমাগত উত্তেজনা ও সহিংসতার মধ্যে শ্রীলেখার এই মানবিক বার্তা যুদ্ধবিরোধী মনোভাবের প্রতিফলন বলেই মনে করছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *