ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা এবার আলোচনায় এসেছেন ক্যামেরার বাইরে, ক্রিকেট মাঠে। ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)-এ অংশ নিয়ে খেলার ময়দানে ব্যাটে-বলে ব্যস্ত সময় পার করছেন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিশা বলেন, নারীদের পোশাক নিয়ে অযাচিত মন্তব্য এখন যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। “আমাদের মেয়েদের খুব বাজেভাবে উপস্থাপন করা হচ্ছে। ইউটিউবে কিংবা বিভিন্ন সংবাদে কে কী পরেছে, সেটা নিয়েই আলোচনা বেশি,” বলেন তিনি।
তিশা বলেন, “শাড়ি পরলেও মন্তব্য আসে, আবার ঠিকঠাক কাপড় পরলে বলে—আরো ঢেকে রাখলেই হতো। বোঝা যায় না, আসলে কী পরলে সবার শান্তি হয়।”
তিনি আরো যোগ করেন, “খেলা খেলার মতোই হওয়া উচিত। ছেলে-মেয়ে সবার জন্য একই নিয়ম। কিন্তু আমাদের নিয়ে ট্রল আর নেতিবাচক মন্তব্য যেন শেষই হয় না।”
অভিনেত্রী বলেন, মেয়েরা যথেষ্ট চেষ্টা করছে সব কিছুর মাঝেও নিজের অবস্থান ধরে রাখতে। তবে তিনি চান, সমাজের দৃষ্টিভঙ্গি বদলাক—নারীর পোশাক নয়, তার মেধা আর পারফরম্যান্সটাই হোক মূল আলোচনা।