আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা পূজা চেরী অভিনীত নতুন সিনেমা ‘টগর’। সিনেমাটি পরিচালনা করছেন আলোক হাসান। শুটিং শেষ করে বর্তমানে ডাবিংয়ের কাজ চলছে।
ঈদে মুক্তির জন্য প্রস্তুত এই সিনেমা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে প্রচারণা। নায়িকা পূজা চেরী নিজেই সামনে থেকে অংশ নিচ্ছেন প্রচারণায়। সিনেমাটিতে পূজার বিপরীতে নায়কের চরিত্রে দেখা যাবে আদর আজাদকে।
জানা গেছে, ‘টগর’-এ শুরুতে কাজ করার কথা ছিল চিত্রনায়িকা দীঘির। পরে তার স্থলে পূজাকে নেওয়া হয়। ফলে সিনেমাটি নিয়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রে আছেন পূজা।
গত ঈদুল ফিতরে যেভাবে শবনম বুবলী, তমা মির্জা, দীঘি ও সুনেরাহ বিনতে কামাল দর্শকদের নজর কাড়েন, এবার ঈদেও পূজা চেরীর ওপর থাকছে বাড়তি প্রত্যাশা।