ঘরের মাঠে প্রথম লেগে হারলেও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আশা নিয়ে প্যারিসে গিয়েছিল আর্সেনাল। তবে পার্ক দে প্রিন্সেসে সেই স্বপ্নভঙ্গ ঘটাল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। দ্বিতীয় লেগে ২-১ গোলের জয় নিয়ে দুই লেগে ৩-১ ব্যবধানে ফাইনালে উঠেছে ফরাসি জায়ান্টরা।
ম্যাচের প্রথমার্ধে আর্সেনালের একের পর এক আক্রমণ রুখে দেন পিএসজির গোলরক্ষক ডোনারুম্মা। এরপর ফ্যাবিয়ান রুইজের দুর্দান্ত ভলিতে এগিয়ে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে ভিতিনহার পেনাল্টি মিসের পরেও আশরাফ হাকিমির বাঁকানো শটে ব্যবধান বাড়ে।
৭৬ মিনিটে বুকায়ো সাকার গোলে আর্সেনাল ব্যবধান কমালেও, শেষ পর্যন্ত ফাইনালের টিকিট পায়নি মিকেল আর্তেতার দল।
পিএসজি এবার ফাইনালে মুখোমুখি হবে ইন্টার মিলানের। উল্লেখযোগ্যভাবে, মেসি-নেইমার-এমবাপ্পে যুগের পরেও দলটি তাদের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠলো।