এক সময় পশ্চিমবঙ্গের শিল্পীরা ঢাকায় কাজ খুঁজতেন, কারণ তখন ঢাকার সিনেমা ইন্ডাস্ট্রি ছিল তুঙ্গে। নব্বই দশক পর্যন্ত বাংলাদেশের সিনেমা বাজার ছিল চাঙা, আর কলকাতায় কাজের সুযোগ ছিল কম। সময়ের সঙ্গে পাল্টে গেছে সেই চিত্র। এখন উল্টো পথে হাঁটছেন শিল্পীরা।
বর্তমানে কলকাতার অনেক শিল্পী কাজের খোঁজে ঢাকায় আসছেন। ইধিকা পাল, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, কৌশানী মুখার্জীসহ অনেকেই ঢাকাই সিনেমায় অভিনয় করছেন। অন্যদিকে, বাংলাদেশের শিল্পীরা যেমন জয়া আহসান, মিথিলা, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, কলকাতায় জনপ্রিয়তা অর্জন করেছেন।
তবে সাম্প্রতিক সময়ে বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশের কয়েকজন শিল্পীর কলকাতায় স্থায়ী হওয়ার পরিকল্পনা নিয়ে। রাজনৈতিক পট পরিবর্তনের পর আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, সোহানা সাবা—এই তিন শিল্পী কাজ হারিয়ে ওপারে নতুন আশ্রয় খুঁজছেন।
‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ এখন কলকাতায় অবস্থান করছেন এবং সেখানেই স্থায়ী হবার ইচ্ছা প্রকাশ করেছেন। আওয়ামী ঘনিষ্ঠতা থাকা অভিনেত্রী সোহানা সাবা ও নুসরাত ফারিয়াও একই পথে হাঁটছেন।
এই প্রসঙ্গে সামাজিক মাধ্যমে চলছে তীব্র আলোচনা। কেউ বিষয়টিকে বাস্তবতার মুখোমুখি হওয়া বলছেন, কেউ দেখছেন সুবিধাভোগীদের নতুন আশ্রয় খোঁজার প্রচেষ্টা হিসেবে।