সাবেক স্বামী ও অভিনেতা সিদ্দিককে গ্রেপ্তারের পর ফের আলোচনায় আসেন মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। যদিও মামলার মূল বিষয় সিদ্দিককে ঘিরে হলেও সামাজিক মাধ্যমে ক্ষোভের মুখে পড়েন মারিয়াও। সমালোচনার জবাবে নেটিজেনদের সঙ্গে একপর্যায়ে বিতণ্ডায় জড়ান এবং অশালীন ভাষায় পাল্টা মন্তব্য করেন।
এরপর একটি ভিডিও পোস্ট করে নিজের বর্তমান সম্পর্কে আছেন এমন ইঙ্গিত দেন মিম। ভিডিওতে এক যুবককে দেখা যায়, যিনি তার কোমর ধরে আছেন। যদিও মিম সরাসরি কিছু বলেননি, অনেকেই ওই যুবককে তার প্রেমিক বলে ধরে নিচ্ছেন। তবুও, নেটিজেনদের কটাক্ষ থামেনি—অনেকে আবার সিদ্দিক প্রসঙ্গ তুলে সমালোচনায় অংশ নেন।
উল্লেখ্য, বার্সেলোনায় বেড়ে ওঠা মিম ২০১২ সালে সিদ্দিককে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান আরশের জন্ম ২০১৩ সালে। তবে ২০১৯ সালের শেষ দিকে তাদের বিচ্ছেদ হয়।
সম্প্রতি তারকাদের নিয়ে আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে ক্রিকেট মাঠেই একটি সাক্ষাৎকারে নিজের পোশাক ও সমালোচনাবিষয়ক অভিমত জানান মিম। তিনি বলেন, “আমি তো দেশে ছোট পোশাক পরি না, বিদেশে পরি। কারণ আমি বার্সেলোনায় বড় হয়েছি, ওয়েস্টার্ন ড্রেসেই স্বাচ্ছন্দ্য বোধ করি।”
তিনি আরও বলেন, “বলিউডে কেউ ছোট পোশাক পরলে প্রশংসা করা হয়, আর আমরা পরলে সমালোচনা? মেন্টালিটি পরিবর্তন করা উচিত। মিডিয়ায় কাজ করলে গ্ল্যামারাস থাকতেই হবে।”
নিজের প্রাক্তন স্বামী সিদ্দিক প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিম বলেন, “তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে ৬-৭ বছর আগে। সে আমার স্বামী নয়, তাই কিছু বলার নেই।”