টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায় এবার পা রাখলেন বলিউডে। বাংলা ছোটপর্দায় কাজ করে ক্যারিয়ার শুরু করলেও, ধীরে ধীরে অভিনয়ের গুণে বড় পর্দায় জায়গা করে নিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনের নানা ঝড় সামলেও অভিনয় জগতে তার অগ্রযাত্রা থেমে থাকেনি। সম্প্রতি ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে ‘বরবাদ’ সিনেমায় কাজ করে প্রশংসা কুড়িয়েছেন।
এবার নতুন এক চমক। বলিউডের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান ‘রিলায়েন্স এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে নির্মিত হতে যাওয়া ‘বিহান’ সিনেমায় অভিনয় করছেন রিয়া। ছবিটি পরিচালনা করছেন ধীরাজ কুমার। নারীকেন্দ্রিক এই গল্পে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।
বলিউড যাত্রা প্রসঙ্গে রিয়া বলেন, “ভয়ে বুক ঢিপঢিপ করছিল। বাংলাদেশে বাংলা ভাষায় অভিনয় করলেও, এখানে হিন্দি ভাষায় কাজ— এটা বড় চ্যালেঞ্জ। ভাষা আয়ত্ত করা, অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে অভিনয়— সব কিছুই শেখার মতো।”
শুধু বলিউডেই নয়, রিয়াকে আবারও দেখা যাবে টালিউডেও। জিৎ চক্রবর্তীর পরিচালনায় ‘লটারি জিন্দাবাদ’ সিনেমায় একটি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। খারাজ মুখোপাধ্যায় ও দেবলীনা দত্তও থাকছেন এতে। কৌতুক ও অ্যাকশন মিশ্রিত ছবিটির শুটিং শুরু হবে ৮ মে, সিকিমে।
রিয়ার এই বহুমুখী যাত্রা আবারও প্রমাণ করে, পরিশ্রম আর প্রতিভা থাকলে ভাষা কিংবা ভৌগোলিক সীমা কোনো বাধাই হতে পারে না।