মায়ামির ঘুরে দাঁড়ানো:রেড বুলসকে গোলবন্যায় ভাসাল মেসি-সুয়ারেজরা

মায়ামির ঘুরে দাঁড়ানো:রেড বুলসকে গোলবন্যায় ভাসাল মেসি-সুয়ারেজরা

খেলা

টানা তিন ম্যাচের হতাশা শেষে অবশেষে জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়াল হাভিয়ের মাশচেরানোর দল।

শনিবার (৪ মে) ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে স্বাগতিক ইন্টার মায়ামি শুরু থেকেই খেলায় প্রাধান্য বিস্তার করে। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, পিকল্ট ও মার্সেলো ওইনগাডের গোল উৎসবেই রাঙে ম্যাচটি।

প্রথম গোল আসে ম্যাচের ৯ মিনিটেই—সুয়ারেজের দুর্দান্ত পাস থেকে পিকল্ট গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৩০ মিনিটে মার্সেলো ওইনগাড ব্যবধান দ্বিগুণ করেন। ৩৯ মিনিটে গোল করে ৩-০ ব্যবধান করেন লুইস সুয়ারেজ, যার মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ ম্যাচের গোলখরা কাটালেন উরুগুয়ান তারকা।

প্রথমার্ধের শেষ মুহূর্তে নিউইয়র্ক রেড বুলসের হয়ে একটি গোল শোধ করেন চুপো মটিং। তবে দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের আধিপত্য অব্যাহত থাকে। ম্যাচের ৬৭তম মিনিটে চতুর্থ গোলটি করেন লিওনেল মেসি, যেটিই শেষ পর্যন্ত ম্যাচের স্কোরলাইন নির্ধারণ করে—৪-১ গোলে জয় মায়ামির।

এই জয়ের ফলে লিগের ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্টার মায়ামি। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বাস ক্রু এবং ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফিলাডেলফিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *