চলমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে আসন্ন আগস্টে বাংলাদেশ সফরে ভারতের আগ্রহ কম—এমন দাবি করেছে ভারতের একটি সংবাদমাধ্যম। তবে এ সংক্রান্ত খবরকে ভিত্তিহীন ও অপ্রমাণিত দাবি করে দৃঢ় অবস্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারতীয় সংবাদমাধ্যম প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সফরটি বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন। , “ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজ আয়োজনের সব প্রস্তুতি আছে। এখন পর্যন্ত ভারত সফর বাতিলের কোনো ইঙ্গিত দেয়নি।”
উল্লেখ্য, ভারতের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে।
এদিকে শুধু বাংলাদেশ সফর নয়, ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্ভাব্য আয়োজক ভারত হলেও রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম সামনে আসছে।
সফর নিয়ে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত, ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, এ ধরনের গুজব নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলা ঠিক হবে না।