রাজধানীর ভাটারা থানায় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, অপু বিশ্বাস, নিপুণ, নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করার আবেদন করা হয়েছে। বিষয়টি নিয়ে সংস্কৃতি অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
সিনিয়র অভিনেতা আশরাফ উদ্দিন উজ্জল বলেন, “আইন নিজের গতিতে চলবে। নির্দোষ হলে ভয় নেই, দোষী হলে শাস্তি পাবেন।” নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ জানান, “এতজনের বিরুদ্ধে মামলা হতবাক হওয়ার মতো। দোষী হলে বিচার হোক, তবে অহেতুক হয়রানি না হয়।”
অভিনেতা-নির্দেশক আজাদ আবুল কালাম অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলেন, “এ ধরনের অসুস্থ চর্চা বন্ধ না হলে রাষ্ট্রকে এর মূল্য দিতে হবে। নির্দোষ হলে অভিযোগকারীকেও আইনের আওতায় আনা উচিত।”
এই মামলার পরিপ্রেক্ষিতে অভিনয়শিল্পী সংঘ বৈঠক করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।