মাত্র ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকেই নজির গড়েছেন ভারতের উদীয়মান প্রতিভা বৈভব সুরিয়াবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচেই বড় ছক্কা হাঁকিয়ে আলোচনায় আসা এই ব্যাটার এবার নিজের ব্যাটে লিখেছেন একাধিক রেকর্ড।
গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচে মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অর্ধশতকের কীর্তি গড়েন বৈভব। এখানেই শেষ নয়—রশিদ খানের ওভারে ছক্কা হাঁকিয়ে মাত্র ৩৫ বলে পূর্ণ করেন নিজের শতরান, যা আইপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তার চেয়ে কম বলে সেঞ্চুরি আছে কেবল ক্রিস গেইলের, যিনি ২০১৩ সালে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন।
এছাড়াও বৈভব এখন স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করা ব্যাটার হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছেন। তার দুর্দান্ত সেঞ্চুরির কল্যাণে রাজস্থান রয়্যালস ৮ উইকেটের বড় জয়ে মাঠ ছাড়ে।
বিহারের এই প্রতিভাবান ক্রিকেটার চলতি আইপিএলের মেগা নিলামে ৩০ লাখ টাকা ভিত্তিমূল্যে ওঠেন। রাজস্থান রয়্যালস ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায়। তবে প্রথম সুযোগ পান দলভুক্তির ৮ ম্যাচ পর, লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। সেই ম্যাচে ২০ বলে ৩৪ রান করে নজর কাড়েন, আর গুজরাটের বিপক্ষে ম্যাচে ইতিহাস গড়ে আইপিএলের ভবিষ্যৎ তারকা হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করেন।