কোপা দেল রে’র উত্তেজনাপূর্ণ ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। শনিবার (২৬ এপ্রিল) রাতে স্পেনের এস্তাদিও দে লা কার্তুজায় অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময়ের জুলস কুন্দের অসাধারণ গোলে জয় নিশ্চিত হয় কাতালানদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সা। মাত্র ১২ মিনিটে পেদ্রির দুর্দান্ত শটে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ তেমন প্রতিরোধ গড়তে পারেনি।
দ্বিতীয়ার্ধে রিয়াল ঘুরে দাঁড়ায়। ৭০ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ফ্রি-কিক থেকে গোল করে সমতা ফেরান। এরপর ৭৪ মিনিটে আর্দা গুলেরের কর্নার থেকে চুয়োমেনি গোল করে রিয়ালকে এগিয়ে দেন। তবে ৮৩ মিনিটে ইয়ামালের পাস থেকে ফেরান তোরেস গোল করে বার্সাকে সমতায় ফেরান।
১১৫ মিনিটে মদ্রিচের পাসপেতে ব্রাহিম দিয়াজ হোঁচট খান এবং বল দখল করে জুলস কুন্দে জোরালো শটে গোল করেন, যা নিশ্চিত করে বার্সেলোনার জয়।
এ জয়ে বার্সেলোনা তাদের কোপা দেল রে শিরোপা সংখ্যা ৩২-এ নিয়ে গেল, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। চলতি মৌসুমে এটি বার্সার দ্বিতীয় ট্রফি— এর আগে স্প্যানিশ সুপার কাপও তারা রিয়ালকে হারিয়ে জিতেছিল।
ম্যাচের শেষদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমবাপ্পে বার্সা ডি-বক্সে পড়ে গেলেও অফসাইডের কারণে পেনাল্টি মেলেনি। পরে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে লাল কার্ড দেখেন রিয়ালের রুডিগার ও লুকাস ভাসকেস।